Subscribe Us

header ads

পুরুষের জীবন এত সহজ রায়



 পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো — আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোড়ায় মাটি দেয় না। সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে।


বেড়ে ওঠার পর তার কাছে প্রত্যাশা অনেক। তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার! তার রস থেকে তৈরি গুড় অনেক বেশি উপকারি আর সুস্বাদু। রসের জন্য তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়। যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয়। রস নেওয়া শেষ হলে তার আর কোনো কদর থাকে না, একাকী পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে!


জীবন শেষ করার পর জ্বালানী কাঠ হিসেবে তাকে কাজে লাগানো হয়, দাউ দাউ আগুনে সে জ্বলেপুড়ে ছারখার হয়ে যায়।


কিন্তু খেজুর গাছ কোনো অভিযোগ করে না, প্রতিবাদ করে না, বিনিময়ে ভালোবাসা চায় না, কোনো কিছু প্রত্যাশাও করে না — শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা নিচু করে সবার প্রয়োজন মিটিয়ে যায়।


খেজুর গাছসম পুরুষদেরকে স্যালুট জানাই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, অন্তত তাদের পরিবারের জন্য হলেও।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ