,, রাসূলুল্লাহ বলেছেন,,
জান্নাতের একটি বাজার হবে, সেখানে জান্নাতিগণ প্রতি শুক্রবার আসবে। উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হব, যা তাদের চেহারা এবং কাপরে সুগন্ধি ছড়িয়ে দেবে। ফলে তাদের শোভা ও সুন্দর্য আরো বেড়ে যাবে।আতওপর তারা রূপ ও সৌন্দর্য বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীর কাছে ফিরবে।তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনার রূপ ও সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ। আমাদের যাওয়ার পর তোমাদের রূপ ও সৌন্দর্য বেড়ে গেছে।
0 মন্তব্যসমূহ